ঢাকা , শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
নোটিশ :
আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। দেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। যোগাযোগ 01714455681

নিঃশব্দ বিদ্রোহ

সাফিউল ইসলাম রকি
___________________________
ক্ষমতার নেশায় মানুষ অন্ধ,
বিবেক বোধ হয় নিষ্প্রভ দ্বন্দ্ব।
হৃদয় যেখানে করুণ আর্তনাদ,
সেখানে জুলুমের তীব্র চিৎকার।

আসন পেয়ে রাজা হয় যারা,
ভুলে যায় দীনহীন অসহায় ধারা।
ন্যায়বিচার ঢেকে যায় মোহের ছলে,
সত্যের মুখোশ পরে মিথ্যা দলে।

অধিকার চাওয়া মানে অপরাধ,
প্রতিবাদ মানে শাস্তির রোদনসাধ।
কিন্তু ইতিহাস বলে, দিন বদলায়,
অন্যায়ের রাজপ্রাসাদ ধুলায় মিলায়।

ক্ষমতা ক্ষণস্থায়ী, এ সত্য বুঝো,
মানুষের সেবা করো, শোষণ না রোচো।
একদিন তোমারও হবে পতন,
তখন শুনবে নীরবতার কান্নার সুরধন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিঃশব্দ বিদ্রোহ

আপডেট সময় ০৬:২১:৩১ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫

সাফিউল ইসলাম রকি
___________________________
ক্ষমতার নেশায় মানুষ অন্ধ,
বিবেক বোধ হয় নিষ্প্রভ দ্বন্দ্ব।
হৃদয় যেখানে করুণ আর্তনাদ,
সেখানে জুলুমের তীব্র চিৎকার।

আসন পেয়ে রাজা হয় যারা,
ভুলে যায় দীনহীন অসহায় ধারা।
ন্যায়বিচার ঢেকে যায় মোহের ছলে,
সত্যের মুখোশ পরে মিথ্যা দলে।

অধিকার চাওয়া মানে অপরাধ,
প্রতিবাদ মানে শাস্তির রোদনসাধ।
কিন্তু ইতিহাস বলে, দিন বদলায়,
অন্যায়ের রাজপ্রাসাদ ধুলায় মিলায়।

ক্ষমতা ক্ষণস্থায়ী, এ সত্য বুঝো,
মানুষের সেবা করো, শোষণ না রোচো।
একদিন তোমারও হবে পতন,
তখন শুনবে নীরবতার কান্নার সুরধন।