সাফিউল ইসলাম রকি
___________________________
ক্ষমতার নেশায় মানুষ অন্ধ,
বিবেক বোধ হয় নিষ্প্রভ দ্বন্দ্ব।
হৃদয় যেখানে করুণ আর্তনাদ,
সেখানে জুলুমের তীব্র চিৎকার।
আসন পেয়ে রাজা হয় যারা,
ভুলে যায় দীনহীন অসহায় ধারা।
ন্যায়বিচার ঢেকে যায় মোহের ছলে,
সত্যের মুখোশ পরে মিথ্যা দলে।
অধিকার চাওয়া মানে অপরাধ,
প্রতিবাদ মানে শাস্তির রোদনসাধ।
কিন্তু ইতিহাস বলে, দিন বদলায়,
অন্যায়ের রাজপ্রাসাদ ধুলায় মিলায়।
ক্ষমতা ক্ষণস্থায়ী, এ সত্য বুঝো,
মানুষের সেবা করো, শোষণ না রোচো।
একদিন তোমারও হবে পতন,
তখন শুনবে নীরবতার কান্নার সুরধন।
বিশ্বজুড়ে পরিচিতির জন্য আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন
naogaonprotidinbd@gmail.com
NaogaonProtidin