
নওগাঁর মান্দায় অবৈধ ইট ভাটায় জরিমানা
মোঃ রায়হান আলী নিজস্ব প্রতিনিধিঃ
নওগাঁর মান্দায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ আলম মিয়ার নির্দেশে সহকারি কমিশনার (ভূমি) শারমিন জাহান লুনা ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এক ইট ভাটাকে ১ লক্ষ টাকা অর্থ দন্ড প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (৪ মার্চ) বিকালে উপজেলার মৈনম ইউপির জলছত্র মোড় এলাকায় অবস্থিত এ.এম.বি ব্রিকস নামে ইট ভাটাকে এ অর্থ দন্ড প্রদান করা হয়। জানাগেছে, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ এর ধারা ৪ লঙ্ঘণে ১৪ ধারা মোতাবেক ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
সহকারী কমিশনার (ভূমি) শারমিন জাহান লুনা এ অভিযান পরিচালনা করেন। এ অভিযানে সহযোগিতা বাংলাদেশ সেনাবাহিনী, মান্দা থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল। আরো জানাগেছে,ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ শাহ আলম মিয়া বলেন, পর্যায়ক্রমে মান্দা উপজেলার প্রত্যেকটি অবৈধ ইটভাটায় অভিযান পরিচালিত হবে। পাশাপাশি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।