
নওগাঁ প্রতিনিধি:
নওগাঁয় মাদক মামলায় মোছাঃ আরজিনা নামের এক নারীকে ১০ বছর সশ্রম কারাদণ্ড এবং ১ লক্ষ টাকা জরিমানা করেছে আদালত। অর্থদণ্ড অনাদায়ে আরও ১ মাসের কারাদণ্ড দিয়েছে।
বুধবার দুপুরে নওগাঁ দায়রা জজ আদালতের বিচারক মোঃ রোকনুজ্জামান এ রায় দেন। রায়ের সময় আসামী ডকে উপস্তিত ছিলেন।
মামলার এজাহার সুত্রে জানা যায়, ২০২৩ সালে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব নওগাঁর পোরশা উপজেলার ছাওড় ইউনিয়নের জন্টিজাল গ্রামে অভিযান পরিচালনা করে। আসামী র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টার সময় নারী কনস্টেবল এর সহায়তায় তাকে আটক করেন। আসামিকে জিজ্ঞাসাবাদের সময় স্বীকার করেন যে, তার বসতবাড়ীর পাশে মাটির নিচে গর্তে বিপুল পরিমান মাদকদ্রব্য হেরোইন ও ইয়াবা ট্যাবলেটের মজদু আছে।
এরপর আসামী মোছাঃ আরজিনা এর দেখানো ৫৫০ গ্রাম ধূসর রংয়ের অবৈধ মাদকদ্রব্য হেরোইন এবং ৩৮০০ পিস গোলাপী রংয়ের অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করেন।
এরপর গত ২৩ সালের ৯ নভেম্বরে আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। এরপর ১৪ জন সাক্ষীর মধ্যে ০৮ জন সাক্ষী আদালতে হাজির হয়ে সাক্ষ্য দেওয়ার পর আদালত এ রায় দেন।
প্রসিকিউশন পক্ষে মামলা পরিচালনা করেন আবু জাহিদ মোঃ রফিকুল আলম এবং আসামীপক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী জনাব এ,কে,এম শফিউল আজম।