
গোপালগঞ্জের টুঙ্গীপাড়া উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের কর্ফা বিলে চলছে অবৈধভাবে আত্মঘাতী ড্রেজারের ব্যবহার, যার ফলে বিলের মাটি খুঁড়ে উত্তোলন করা হচ্ছে। তবে, এসব কার্যক্রমে আশেপাশের জমির মালিকরা ভূমিধসের আতঙ্কে আছে জমির বড় ধরনের ক্ষতি হচ্ছে, পাশাপাশি জমির মালিকরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
স্থানীয়দের অভিযোগ, পাকুরিয়া গ্রামের কারিম শেখ নামের এক ব্যক্তি ১৫ একর জমির ওপর এ ধরনের ড্রেজার ব্যবহার করে অবৈধভাবে মাটি উত্তোলন করছে। এর ফলে বিলের জমি নষ্ট হচ্ছে এবং বাঁশবাড়িয়া গ্রামের সোহরাব শেখ নামে এক জমির মালিক তার মাছের ঘেরে এই অবৈধ আত্মঘাতী ড্রেজার ব্যবহার করে বালু উত্তোলন করছে। যার ফলে আশেপাশের জমির মালিকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে।স্থানীয় আরিফ নামের এক জমির মালিক বলেন অবৈধভাবে ঘের থেকে এই বালি উত্তোলন কারণে আমাদের ঘেরের পাড়ে ধস নামছে। পাশের ঘরের জমির শেখ বলেন, অবৈধভাবে ডিপ করে বালু উত্তোলন কারনে আমাদের জমিগুলি ঝুঁকির মুখে আছে। এই কার্যক্রমের কারণে স্থানীয় কৃষকদের চাষাবাদে ব্যাপক সমস্যা সৃষ্টি হয়েছে এবং তাদের জীবনযাত্রার ওপর নেতিবাচক প্রভাব পড়ছ ড্রেজারের* ব্যবহার কারণে পরিবেশও বিপর্যস্ত হয়ে পড়ছে, যা দীর্ঘমেয়াদী ক্ষতির কারণ হতে পারে।
এ বিষয়ে স্থানীয়রা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। তারা চান, এই অবৈধ কার্যক্রম বন্ধ হোক কারিম শেখের তিনটি অবৈধ আত্মঘাতী ড্রেজার যা ব্যবহার করে বিলের জমি ধ্বংস করছে তার বিরুদ্ধে দ্রুত প্রশাসন কার্যকর পদক্ষেপ নিক এবং জমির মালিকদের স্বার্থ রক্ষা করা হোক।