
কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক ও ভোলা-৪ চরফ্যাশন-মনপুরা আসন থেকে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের আগমন উপলক্ষে তাঁকে গণসংবর্ধনা ও স্বাগত জানাতে পুরোপুরি প্রস্তুত মনপুরাবাসী।
সোমবার (২৮ জানুয়ারী ) বিকালে ভোলার মনপুরায় হাজিরহাট বাজারে দলীয় কার্যালয়ের সামনে গণসংবর্ধনার আয়োজন করেছে উপজেলা বিএনপি। এতে উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের পক্ষ থেকেও ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। তার আগমন উপলক্ষে উজ্জীবিত হয়ে উঠেছে তৃণমূলের নেতাকর্মীরা।
মনপুরা উপজেলা বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, চরফ্যাশন-মনপুরা তথা ভোলা-৪ আসনে মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের আগমন উপলক্ষে গণসংবর্ধনার আয়োজন করেছে মনপুরা বাসি। ২৮ জানুয়ারি মনপুরায় সফর করবেন এ যুবনেতা। এ লক্ষ্যে প্রস্তুতি সম্পন্ন করেছে বিএনপির সকল অঙ্গসংগঠন। আয়োজিত গণসংবর্ধনা সফল করতে নেতা-কর্মীরা প্রতিদিনই প্রস্তুতি সভা করে যাচ্ছেন উপজেলা থেকে বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে।
মনপুরা উপজেলার সাবেক চেয়ারম্যান ও জেলা কমিটির অন্যতম সদস্য আব্দুল মন্নান হাওলাদার বলেন, কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক ও চরফ্যাশন ও মনপুরা আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন ভাইয়ের শুভাগমন উপলক্ষে মনপুরা উপজেলা বিএনপির নেতা-কর্মীরা উজ্জীবিত রয়েছে। নয়ন ভাই বাংলাদেশের যুব নেতৃত্বের আইডল। তার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ। তার শুভআগমন উপলক্ষে আমরা সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছি।
এছাড়াও মনপুরা উপজেলার সেচ্ছাসেবক দলের সদস্য সচিব হোসেন হাওলাদার বলেন, কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক প্রিয় নেতা মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন ভাই মনপুরায় আগমন উপলক্ষে নেতা-কর্মীদের মধ্যে প্রাণ চাঞ্চলের সৃষ্টি হয়েছে। ব্যাপক উদ্যোগ ও তৃণমূল নেতা-কর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহনের মধ্য দিয়ে হাজিরহাট বাজারে জনসভা জনসমুদ্রে রূপ নিবে বলে আমি আশাবাদী।