
মান্দা প্রতিনিধি
নওগাঁর মান্দা উপজেলায় চোলাই মদসহ দুইজনকে আটক করেছে থানা পুলিশ। সোমবার (২৫ আগস্ট) দুপুরে উপজেলার জোতবাজার নতুন ব্রিজ এলাকায় সাধারণ জনগণের সহযোগিতায় তাদের গ্রেফতার করে থানা পুলিশ ।
আটককৃতরা হলেন—উপজেলার কুসুম্বা ইউনিয়নের শামুকখোল গ্রামের মফের আলীর ছেলে সেকেন আলী (৪০) ও আবুল কাশেমের ছেলে মাসুদ রানা (৩০)। তারা দীর্ঘদিন ধরে চোলাই মদ ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িত বলে জানা গেছে।
অভিযানে নেতৃত্ব দেন মান্দা থানার উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান। অভিযানে তাদের কাছ থেকে ৮ বোতল চোলাই মদ উদ্ধার করা হয়।
- মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর রহমান জানান ,আটক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন। এছাড়া, মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে বলেও জানান তিনি।

মান্দা প্রতিনিধ 














