
নওগাঁ প্রতিনিধি
নওগাঁর রাণীনগরে ভ্যানচালকের বাড়ি থেকে খাদ্যবান্ধব কর্মসূচির দেড় হাজার কেজি চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। গতকাল রোববার বিকেলে উপজেলার গোনা ইউনিয়নের ভবানীপুর গ্রামে এ অভিযান চালানো হয়।
উপজেলা খাদ্য পরিদর্শক আনিছুর রহমান জানান, সরকার নির্ধারিত ১৫ টাকা কেজি দরে হতদরিদ্রদের জন্য বরাদ্দ খাদ্যবান্ধব কর্মসূচির চাল ডিলারদের মাধ্যমে বিতরণ হচ্ছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে ওই গ্রামের সিরাজুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে ৩০ কেজির ৫০ বস্তা চাল পাওয়া যায়।
জব্দ করা চাল স্থানীয় ইউপি সদস্য রবিউল ইসলামের জিম্মায় রাখা হয়েছে। তবে ওই বাড়িতে কারা চাল মজুত করেছিল, তা এখনো শনাক্ত হয়নি।
রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান বলেন, ‘চাল জব্দ করা হয়েছে, এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলছে।’

নওগাঁ প্রতিনিধি 














