
নওগাঁ জেলার প্রতিনিধি
নওগাঁয় প্রতিবারের মতো সমাজের অসহায় ও স্বল্প আয়ের মানুষের পাশে দাঁড়িয়েছে “মরহুম ময়েজউদ্দিন আহমেদ ও মরহুমা রোকেয়া বেগম ফাউন্ডেশন”। আজ (১৪/০৩/২৫) শুক্রবার সকালে ফাউন্ডেশনের পক্ষ থেকে দক্ষিণ কালিতলা, নওগাঁতে ২০০ জনের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
প্রত্যেককে ভাতের চাউল, চিনিগুড়া চাউল, আলু, পেঁয়াজ, ছোলা, চিনি, সেমাই ও গুঁড়ো দুধ প্রদান করা হয়।
আয়োজকরা জানান, প্রয়াত ময়েজউদ্দিন আহমেদ ও রোকেয়া বেগমের স্মরণে এই মানবিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। তারা মরহুম ও মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং পরিবারের সদস্যদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।
খাদ্যসামগ্রী পেয়ে সুবিধাভোগীরা ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা জানান, এই সহায়তা তাদের পরিবারের জন্য অত্যন্ত উপকারী হয়ে উঠেছে, বিশেষ করে যখন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়তি।
জয়নব বেগম (৫০), এক গৃহপরিচারিকা বলেন, “এতোদিন কীভাবে চলবো চিন্তায় ছিলাম, ফাউন্ডেশন থেকে চাল-ডাল পেয়ে অনেকটা স্বস্তি পেলাম। আল্লাহ যেন এই মহৎ কাজের উত্তম প্রতিদান দেন।”
রিকশাচালক মনির হোসেন বলেন, “দিন শেষে যে আয় হয়, তা দিয়েই সংসার চালাতে হয়। এই সহায়তা আমাদের জন্য অনেক বড় আশীর্বাদ।”