
আলমগীর হোসেন বাগমারা প্রতিনিধি
রাজশাহীর বাগমারায় সালেহা-ইমারত কোল্ড স্টোরেজে চলতি বছর আলু সংরক্ষণের উদ্বোধন করা হয়েছে। আলু সংরক্ষণের উদ্বোধন উপলক্ষে বুধবার বেলা ১১ টায় শিকদারীর সালেহা-ইমারত কোল্ড স্টোরেজ প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।বাগমারা সহ আশপাশের উপজেলার কৃষকের কথা ভেবে ২৪ বছর আগে কোল্ড স্টোরেজ নির্মাণ করেছিলেন এনাগ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এনামুল হক। দ্রুত সময়ে কম খরচে কৃষক এবং ব্যবসায়ীরা যেন কোল্ড স্টোরেজে আলু সংরক্ষণ করতে পারে সে ব্যবস্থা করেন।কোল্ড স্টোরেজ নির্মাণের ফলে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে কর্মসংস্থান হয়েছে বিপুল পরিমান জনগোষ্ঠীর। খরচ যতো কম হবে লাভের পরিমান ততো বৃদ্ধি পাবে আলু চাষী ও ব্যবসায়ীদের।কৃষকের চাহিদা বৃদ্ধি পাওয়ায় ভালো মানের বীজ আলুর জন্য আরো একটি কোল্ড স্টোরেজ নির্মাণ করা হয়। সালেহা ইমারত কোল্ড স্টোরেজ সব সময় কৃষকের পাশে রয়েছে। এখন আর কৃষককে অনেক অর্থ খরচ করে অন্য জেলায় গিয়ে আলু স্টোরে সংরক্ষণ করতে হয় না।এই কোল্ড স্টোরেজে আলু সংরক্ষণ করলে কোন আলু চাষী এবং ব্যবসায়ীরা প্রতারিত হয় না। ভালো ভাবে যত্ন নেয়ার ফলে আলুর বস্তা ঠিক থাকে। সেই কারনে আলু চাষী এবং ব্যবসায়ীরা লাভবান হয়। তাই বিগত সময়ের ন্যায় এবারও বিপুল পরিমান আলু স্টোরে সংরক্ষণের আহ্বান জানান সালেহা ইমারত কোল্ড স্টোরেজের সিনিয়র ম্যানেজার সাজ্জাদুর রহমান জুয়েল।অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সালেহা ইমারত কোল্ড স্টোরেজের সিনিয়র ম্যানেজার (হিসাবশাখা) সোহরাব হোসেন মাসুম।এ সময় উপস্থিত ছিলেন, সালেহা ইমারত কোল্ড স্টোরেজের স্টোর অফিসার আফজাল হোসেন, এক্সিকিউটিভ হিসাব শাখা রেজাউল করিম, সহ-লোডিং অফিসার আব্দুর রাজ্জাক সহ বিভিন্ন এলাকার আলু চাষী ও সুধিজন।সালেহা ইমারত কোল্ড স্টোরেজ সূত্রে জানাগেছে চলতি বছর ২ লক্ষাধিক বস্তা আলু স্টোরে সংরক্ষণ করা হবে।