
নওগাঁ জেলা প্রতিনিধি
আগামী ফেব্রুয়ারিতে ১৩ তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা থাকলেও এখনো নির্বাচনী তফসিল ঘোষণা হয়নি। তবুও নওগাঁ-৪ (মান্দা) আসনে নির্বাচনী উত্তাপ বাড়ছে প্রতিদিনই। সম্ভাব্য প্রার্থীরা ইতোমধ্যে শুরু করেছেন গণসংযোগ ও প্রচারণা।
বিএনপি, জামায়াত, এনসিপিসহ বিভিন্ন দলের নেতারা শহর ও গ্রামীণ এলাকায় মতবিনিময় সভা, উঠান বৈঠক ও পথসভা করে ব্যস্ত সময় পার করছেন। দলের নেতাকর্মীরাও মাঠে রয়েছেন সরবভাবে।
এরই মধ্যে বিএনপি প্রাথমিক মনোনয়ন তালিকা ঘোষণা করেছে। তালিকায় ডা. ইকরামুল বারী টিপুর নাম রয়েছে নওগাঁ-৪ আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে। অন্যদিকে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে নওগাঁ জেলা শাখার আমির ও কেন্দ্রীয় শুরা সদস্য খ. ম. আব্দুর রাকিব এম,পি পদপ্রার্থী হিসেবে নির্বাচনীয় প্রচারণা চালাচ্ছেন।
তবে প্রার্থীদের মধ্যে একমাত্র ব্যতিক্রম আরফানা আহমেদ (ফেন্সি)। সাবেক মান্দা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এই জনপ্রিয় নারী রাজনীতিক এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তবে স্থানীয় রাজনৈতিক মহলে তাঁর প্রার্থিতা নিয়ে আলোচনা চলছে জোরেশোরে।
নওগাঁ-৪ আসনে বড় দুই দলের প্রার্থীদের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থী হিসেবে আরফানা আহমেদের অংশগ্রহণ ভোটের মাঠে নতুন সমীকরণ তৈরি করতে পারে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।

Reporter Name 











