
সোহেল চৌধুরী রানা, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় নওগাঁর সাপাহারে কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার এশার নামাজের পর উপজেলা স্থানীয় একটি মাদ্রাসায় সাপাহার সরফতুল্লাহ ফাজিল মাদ্রাসা ছাত্রদলের সহ-সভাপতি হাফেজ আল আমিন শাহ্ চৌধুরীর উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
আয়োজক হাফেজ আল আমিন জানান, দেশনেত্রীর দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করে পবিত্র কোরআন খতম এবং বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়েছে। তিনি আরও বলেন, “আমরা সবাই মিলে তাঁর সুস্থতার জন্য আল্লাহর কাছে দোয়া করেছি।”
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনাসহ দেশ এবং জাতীর শান্তি ও কল্যাণ কামনা করা হয়। এতে স্থানীয় মাদ্রাসার শিক্ষার্থীসহ ছাত্রদলের কয়েকজন নেতা-কর্মী অংশ নেন।

Reporter Name 












