
হাসান আলী সোহেল, নাটোর প্রতিনিধি :
নাটোরের বাগাতিপাড়ায় বহু প্রত্যাশিত কাবিখা প্রকল্পের অধীনে ১৬০ ফুট রাস্তার এইচ-বিবি করণ ও সংস্কার কাজের উদ্বোধন হয়েছে। শনিবার সকালে গৌরীপুর এলাকায় ফিতা কেটে কাজের আনুষ্ঠানিক সূচনা করেন ৩ নং বাগাতিপাড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ফাহিমা খাতুন।
বাগাতিপাড়া সদর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড—খোলিলের বাড়ি থেকে মজিবরের বাড়ি পর্যন্ত সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে ছিল। বর্ষায় কাদায় অচল, শুকনায় ধুলায় ভরা—এ পথ দিয়ে চলাচলে ছিল স্থানীয়দের নিত্য ভোগান্তি। বিভিন্ন সময়ে আশ্বাস এলেও পুনর্গঠন কার্যক্রম বাস্তবে রূপ নেয়নি।
অবশেষে কাবিখা গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় কাজ শুরু হওয়ায় স্বস্তি ফিরে এসেছে এলাকাবাসীর মুখে। তারা বলেন, “এ রাস্তা ঠিক হলে স্কুলে যাওয়া, বাজারে যাওয়া—সবকিছুই সহজ হবে। দীর্ঘদিন পর মনে হচ্ছে আমাদের কথাগুলো কেউ শুনেছে।”
উদ্বোধনী অনুষ্ঠানে প্যানেল চেয়ারম্যান ফাহিমা খাতুন বলেন, “গৌরীপুরবাসীর অপেক্ষার শেষ হোক—এটাই চেয়েছি। প্রতিশ্রুতির জায়গায় কাজকে দাঁড় করাতেই এ উদ্যোগ।”
তিনি আরও জানান, এলাকার যোগাযোগব্যবস্থা উন্নত করার পাশাপাশি কৃষিপণ্য পরিবহনেও সুবিধা বাড়বে।
এ সময় উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান, ৯ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি তোফাজ্জল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
স্থানীয়দের আশা—সংস্কার কাজ শেষ হলে শুধু চলাচলই নয়, গ্রামীণ জীবনের সার্বিক সুবিধা এক ধাপ এগিয়ে যাবে।

হাসান আলী সোহেল, নাটোর প্রতিনিধি : 














