
নিজস্ব প্রতিনিধি:
নওগাঁর মান্দায় কালিপূজার মন্দিরে মেলা থেকে এ্যাপাসি আরটিআর মোটরসাইকেল চুরি হওয়ার খবর পাওয়া গেছে।
মঙ্গলবার (২১আক্টোবর) রাত অনুমানিক ১১ টার দিকে উপজেলার খুদিয়াডাঙ্গা শশ্মান ঘাটি কালিমন্দির থেকে মোটরসাইকেলটি চুরি হয়ে গেছে।
এঘটনায় মোটরসাইকেল মালিক মোঃ রায়হান (রকি) থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ভুক্তভোগী রায়হান রকি উপজেলার খুদিয়াডাঙ্গা গ্রামের ওমর আলী ছেলে।জানাগেছে,ভুক্তভোগী মোঃ রায়হান (রকি) কালিপূজার মেলা দেখার জন্য বাড়ি থেকে মেলাতে যায়।মেলা উপভোগ করে বাড়ি ফেরার সময় এসে দেখেন সেখানে তার মোটরসাইকেল নেই। অনেক খুঁজাখুজি করার পর মোটরসাইকেল টি না পেয়ে বাড়িতে ফিরে যান। পরে বিষয়টি থানা পুলিশকে অবহত করে অভিযোগ করেন ভুক্তভোগী।
এ ব্যাপারে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)
আবু রায়হান জানান,মোটরসাইকেল চুরির বিষয়টি শুনেছি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিজস্ব প্রতিনিধিঃ 














