
নিজস্ব প্রতিবেদকঃ
নওগাঁর মান্দায় বিপুল পরিমাণ নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মান্দা থানা পুলিশ। রবিবার (২৪ আগস্ট) ভোর রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি নওগাঁ সদর উপজেলার নিন্দইন গ্রামের মৃত সাইদুর প্রামানিকের ছেলে হাসান আলী প্রামানিক (৪৭)।মান্দা থানার এসআই সুজন খানের নেতৃত্বে অভিযান চালিয়ে বিষ্ণুপুর ইউনিয়নের চক রামপুর ঘোষপাড়া এলাকায় তার কাছ থেকে ৪০০ (চারশত) পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর রহমান বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান চালিয়ে তাকে আটক করি। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে আদালতে মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।”
পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান চলমান থাকবে।

নিজস্ব প্রতিবেদক 














