
সুবীর দাস নিজস্ব প্রতিনিধি
নওগাঁ জেলা টেম্পু ও সি,এন,জি অটোরিকশা মালিক সমিতির মৃত্যু জনিত অনুদান প্রদান করেছে।আজ বৃহস্পতিবার পার-নওগাঁ নিজ কার্যালয়ে এই অনুদান দেওয়া হয়।
এ সময় মৃত নগেন্দ্রনাথ সরকার এর পুত্র অদৈত্য সরকার কে নগদ ৩০ হাজার টাকা প্রদান করেন নওগাঁ জেলা টেম্পু ও সি,এন,জি অটোরিকশা মালিক সমিতির পক্ষে সভাপতি, সাধারণ সম্পাদক সহ কার্যনিবাহী সদস্যরা।
নওগাঁ জেলা টেম্পু ও সি,এন,জি অটোরিকশা মালিক সমিতির সভাপতি মোঃ ফারুক হোসেন বলেন, আমাদের এই অনুদান কার্যক্রম চলমান থাকবে।আমাদের অফিসের নিয়ম অনুযায়ী কেউ মৃত্যুবরন করলে ৩০ হাজার,দূরঘটার জন্য, মেয়ের বিবাহের জন্য ৫ হাজার, ছেলে মেয়েদের লেখাপড়ার ভর্তির জন্য ২ হাজার টাকা প্রদান করে থাকি।
এ সময় উপস্থিত ছিলেন নওগাঁ জেলা টেম্পু ও সি,এন,জি অটোরিকশা মালিক সমিতির সাধারণ সম্পাদক শেখ মোঃ তুহিন, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, কোষাধ্যক্ষ মোঃ তৌহিদুজ্জামান(তুহিন) সহ মালিক সমিতির কার্যকরী পরিষদের সকল সদস্যবৃন্দ।