
মোঃ রহমত আলী
সুবিধাবঞ্চিত শিশু ও দরিদ্র মানুষের কল্যাণে কাজ করা সামাজিক সংগঠন কাম ফর আন প্রিভিলিজড চাইল্ড সিইউসি কর্তৃক পরিচালিত সুবিধা বঞ্চিত শিশুদের সিইউসি স্কুলের ২২নং ওয়ার্ড নতুন বাজার কে ডি এ ভবনের নিচ তলায় ২য় শাখায় ৯ ফেব্রুয়ারী রোজ রবিবার বিকাল ৩:৩০ মিনিটে সিইউসি স্কুলের নতুন শিক্ষার্থীদের প্রথম ক্লাসে চিত্রশিল্পী মিলন বিশ্বাস শিশুদের ছবি আঁকার সূত্র শিখান জ্যামিতিক ফর্মের মাধ্যমে কিভাবে ছবি আঁকা যায়। এসময় অনলাইন পত্রিকা ঢাকা থেকে পরিচালিত আজকালের আলো এর সাহিত্য সম্পাদক খুলনার খালিশপুরের কৃতি সন্তান কবি মোঃ রহমত আলী চিত্রশিল্পী মিলন বিশ্বাসকে ফোন দিয়ে বলেন সুবিধা বঞ্চিত শিশুদের ক্লাস পরিদর্শন করবেন। এ সময় মিলন বিশ্বাস কবিকে স্বাগত জানান কবি রহমত আলী দ্বিতীয় শাখায় উপস্থিত হলে প্রতিষ্ঠানের সভাপতি ও প্রধান শিক্ষক অতিথির সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তারপর ক্লাস পরিদর্শন করেন। আজকের ক্লাসে ছবি আঁকার বিষয় ছিল জ্যামিতিক ফর্মে ঘর,নকশা এবং আম আঁকা। তাদের আঁকা ঘুরে ঘুরে দেখেন এবং সকল শিশুর ছবি আঁকা দেখে মুগ্ধ হন কবি রহমত আলী। সি ইউ সি স্কুল এর সভাপতি মোঃ
শাহীন হোসেন , সি ইউ সি স্কুলের প্রধান শিক্ষক জনাব মুজাহিদ হোসেন মিরাজ,কোষাধাক্ষ মিম আক্তার মনিকা ,দপ্তর সম্পাদক কারীমা আক্তার, সিইউসি স্কুলের যিনি সবসময় গান গেয়ে শিশুদের আনন্দ দেয় তিনি হলেন গোলাম মোস্তফা বাবুল। সকলের উপস্থিতিতে চিত্রশিল্পী মিলন বিশ্বাস নতুন শিশুদের সঙ্গে অতিথিকে পরিচয় করিয়ে দেন এবং কবিকে ধন্যবাদ জানায় সিইউসি স্কুলের দ্বিতীয় শাখা পরিদর্শন করার জন্য। এ সময় কবি রহমত আলী সকল শিশুর সার্বিক মঙ্গল কামনা করেন এবং স্কুলের সঙ্গে থেকে এই প্রতিষ্ঠানকে সুন্দরভাবে চালাবার জন্য আজকালের আলো পরিবারের পক্ষ থেকে অনুষ্ঠানের নিউজ করার জন্য সহযোগিতা করবেন এমন কথা ব্যক্ত করেন।পরিচিতি পর্ব শেষে অতিথিদের সিইউসি স্কুলের শিক্ষার্থীরা একটি ইসলামী সংগীত পরিবেশন করেন এতে অতিথি অত্যন্ত খুশি হয়ে শিশুদের দোয়া করেন। সর্বশেষ প্রতিষ্ঠানের পক্ষ থেকে সভাপতি মোঃ শাহীন হোসেন অতিথিকে ধন্যবাদ জানান এবং আজকালের আলো পত্রিকার প্রতিষ্ঠাতা আহমেদ হোসাইন ছানু ভাইকে ধন্যবাদ জানান এবং পত্রিকার সঙ্গে সংশ্লিষ্ট সকলের জন্য শুভকামনা করেন। আপনারা সব সময় পাশে থেকে সুবিধা বঞ্চিত শিশুদের ক্লাস পরিচালনা করার সুযোগ করে দিবেন। তবেই আমরা এই কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষা দিতে পারব এমন অভিমত ব্যক্ত করে শিক্ষার্থীদের আজকের ক্লাসের ছুটি ঘোষণা করেন।