
মিজানুর নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর মান্দা উপজেলা প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১০ রমজান মান্দা উপজেলা প্রেসক্লাব এই দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে।
প্রেসক্লাবের সভাপতি বুলবুল আহমেদ এর সভাপতিত্বে সভায় ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা নির্বাহী অফিসার শাহ আলম মিয়া।
ইফতার পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাজ্জাদুল তুহিন,
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মান্দা উপজেলার সাবেক সভাপতি মখলেছুর রহমান মকে, বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল মতিন, মান্দা উপজেলা জামায়াতের আমির আমিনুল ইসলাম প্রমুখ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি আপেল মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, সাংগাঠনিক সম্পাদক রায়হান আলী, দপ্তর সম্পাদক মিজানুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক নুর কতুবুল আলম, সদস্য সাফিউল ইসলাম রকি, আরিফুল ইসলাম আরিফ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়াও উপজেলার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদ কর্মীর, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।
অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন সিনিয়র সাংবাদিক রেজাউল করিম।
দেশ, জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন বেলঘরিয়াহাট ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক এবং ঐতিহাসিক কুসুম্বা মসজিদের পেশ ঈমাম মোস্তফা আল আমীন।