তাসনিম মীম
ঈদ মানে খুশি, চতুষ্পার্শ্বে আনন্দ মেলা
তবু কিছু হৃদয়ে আজ অমানিশার কালো ছায়া।
একদিকে সোনালি রঙে ভরা জগত,
অন্যদিকে কষ্টে ভরা অশ্রুসিক্ত চোখ!
একদিকে সুস্বাদু, বাহারি খাবারের আয়োজন
অন্যদিকে শূন্য উধর আর
হাহাকার মোড়ানো চাদরের রিক্ত জীবন।
একদিকে সেমাই -পায়েস, তন্দুরি, কুরমা
অন্যদিকে ক্ষুধা, বিষণ্ণতা, দারিদ্রতার কালো থাবা।
একদিকে ব্র্যান্ডেড পোশাক, জুতা, গয়না
অন্যদিকে অসহায় ছোট্ট শিশুটির
অশ্রুসিক্ত চাহনি আর স্তব্ধতা!
একদিকে ব্যাগ ভরা সুগন্ধ, নতুন জামা
অন্যদিকে ব্যাগ ভরা বিষাক্ত বায়ু
আর বিষাদময়ী রিক্ততা।
একদিকে মেলা, পার্ক,সিনেমা
অন্যদিকে অভাবের তাড়না,দুঃখ, হতাশা।
একদিকে ঝলমলে আলোকসজ্জা,
আতশবাজির আবিষ্কার
অন্যদিকে কষ্টের পাহাড়, বুকফাটা হতাশার চিৎকার।
একবিন্দু সহমর্মিতা, একমুঠো ভালোবাসা
এক মুহূর্তে ঘুরিয়ে দিতে পারে ভাগ্যের চাকা
আবারো বাজুক বাঁশি,
হেসে ওঠোক পৃথিবীর জোনাকিরাশি
আনন্দমালা বিরাজ করোক ঈদের মুদ্রার এপিঠ ওপিঠ।
বিশ্বজুড়ে পরিচিতির জন্য আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন
naogaonprotidinbd@gmail.com
NaogaonProtidin