মন আকাশে গহীন কালো মেঘ জমেছে এখন,
বায়ুমন্ডল থমকে আছে যেন ঘুর্ণিপাকের ধরণ।
ঈশান কোণে মেঘ জমেছে লাল রঙের ফুল্কি,
পাখিরা সব ফিরছে নীড়ে বজ্রপাতের ভেল্কি।
পৃথিবী তার রহস্যজাল বিবর্তণের
ঘুর্ণিপাকে রাখে
হৃদয় আকাশের বিবর্তণ কি ঝড়ের মাঝে থাকে?
ঝড় উঠিলো উথাল-পাতাল ভাংছে গাছের ডাল,
মুষলধারে বৃষ্টি এলো নেত্রে বহে সমুদ্রজল।
হৃদয় আকাশ দুমড়ে মুচড়ে ভেঙ্গে চুর
অক্ষত আর অবশেষ বলে রইলো না কিছু আর।
মন আকাশের জমিনটা আজ ধুধু মরুভূমি,
বালুকণা আর পাথর ছাড়া নেই কর্ষণের জমি।
মনের ভেতর বিশাল জগৎ বজ্রপাতে কালা,
নিষিদ্ধ সেই নগরী রইবে চিরকাল একেলা।
বিশ্বজুড়ে পরিচিতির জন্য আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন
naogaonprotidinbd@gmail.com
NaogaonProtidin