আলমগীর শরীফ, ঝালকাঠি প্রতিনিধি:-
ঝালকাঠি জেলাধীন রাজাপুর উপজেলার বড়ইয়া ইউনিয়নের বড়ইয়া গ্রামে ২৬ ফেব্রুয়ারী ২০২৫ থেকে ২৮ ফেব্রুয়ারী পর্যন্ত তিনদিনব্যাপী হযরত শাহ সুফি ফকির আলী হেসেন চিশতির রহঃ এর ৬৩ তম পবিত্র ওরশ মোবারক যথাযথ মর্যাদায় পালন করা হয়েছে। ওরশ মোবারকে তিনদিনের ধর্মীয় কর্মসূচীতে দেশের বিভিন্ন এলাকা থেকে আসা ভক্তবৃন্দ ও শিল্পীরা ওয়াজ নসিহত ও ধর্মীয় দরবারি সংগীত পরিবেশ করেন। উক্ত তিনদিনব্যাপী ওরশ মোবারক এলাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা হাজার হাজার মানুষে উপভোগ করেন। অনুষ্ঠানের শেষদিন উপস্থিতদের মহিষ জবাই করে গোস্তো দিয়ে সাদা ভাতের আপ্যায়ন করা হয়।
দরবারের প্রধান পরিচালক আমিনুল ইসলাম আমিন ফকির জানান এই তিনদিনব্যাপী অনুষ্ঠান শুধুমাত্র নবগঠিত কমিটির সভাপতি গোলাম কিবরিয়া বাদল ও সাধারণ সম্পাদক মোঃ লিটন হাওলাদারসহ এলাকবাসীর সহযোগিতায় সুষ্ঠু ও সুন্দর ভাবে করতে সক্ষম হয়েছি।
বিশ্বজুড়ে পরিচিতির জন্য আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন
naogaonprotidinbd@gmail.com
NaogaonProtidin