নওগাঁ প্রতিনিধি:
নওগাঁ জেলার মান্দা উপজেলার ১৩ নং কশব ইউনিয়নের কাচারি পাড়ায় দীর্ঘদিন ধরে নানা দুর্ভোগে রয়েছেন মৃত আলিম মন্ডলের ছেলে আলাউদ্দীন মন্ডল ও তার পরিবার। বৈদ্যুতিক খুঁটির অনিয়মসহ বিভিন্ন সমস্যার কারণে তারা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় বিদ্যুৎ সংযোগের ক্ষেত্রে অসংগতি ও অব্যবস্থাপনার ফলে আলাউদ্দীন মন্ডলের পরিবারসহ আশপাশের লোকজন নানান সমস্যার সম্মুখীন হচ্ছেন। বিদ্যুতের খুঁটি বসানোর ক্ষেত্রে যথাযথ নিয়ম অনুসরণ না করায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। এছাড়া রাস্তার মাঝখানে খুঁটি স্থাপন, সংযোগ তার ঝুলে থাকা, লো-ভোল্টেজ সমস্যা এবং অসংখ্যবার অভিযোগ দিয়েও কোনো প্রতিকার না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।
ভুক্তভোগী আলাউদ্দীন মন্ডল জানান, "আমরা দীর্ঘদিন ধরে এই সমস্যা নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানিয়ে আসছি। কিন্তু এখনো কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। খুঁটির কারণে আমাদের দৈনন্দিন চলাচল কষ্টকর হয়ে উঠেছে, যেকোনো সময় বড় দুর্ঘটনাও ঘটতে পারে।"
এ বিষয়ে স্থানীয় বিদ্যুৎ বিভাগের একজন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি তারা খতিয়ে দেখবেন এবং দ্রুত সমাধানের চেষ্টা করবেন।
ভুক্তভোগীরা দ্রুত এসব সমস্যার সমাধান চান এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন।
বিশ্বজুড়ে পরিচিতির জন্য আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন
naogaonprotidinbd@gmail.com
NaogaonProtidin