
কারিমা খাঁন দুলারী
আমি বিদ্রোহী বীর অগ্নি শিখা
ঐ বন্দী কারাগারে আবদ্ধ।
দেশ প্রবল কম্পন উত্তাল
হাতিয়ার হতে যাই করতে যুদ্ধ ।
দেশে মরণ পণ রহস্যময় আশঙ্কা
নিশান উড়ায় বীরের মহিমায়,
এই স্বদেশ মোর জন্মভূমি মা দেশ প্রেমি জীবন ত্যাগীর নেই ভয়।
ঐ তাজা প্রাণ নিষ্পাপ জীবন
বিদ্বেষের বিষাদ যুদ্ধে ফাঁসে,
জুলুমের অধীনে করি বসবাস
বাতাসে আর্তনাদ করে লাশে।
আমি বীরাঙ্গনা বীর সমীচিন
মোর শির উর্ধ্বে মানি না পরাজয়,
বঞ্চনার বিরুদ্ধে সংগ্রাম করি
শোষণের বিরুদ্ধে করি মুক্তির জয়।
মোর আজীবন সীমাহীন দৃষ্টিভঙ্গি,
অন্যায় অবিচার বিরুদ্ধে সোচ্চার
জালিমের কশাঘাতে জর্জরিত
বিদ্রোহীর ভাগ্যে ঐ বন্দী কারাগার।