কারিমা খাঁন দুলারী
খুলনা জেলা ফুলতলা
নেই সেই আগের মতো
মান সম্মান শিক্ষার,
অবনতি ঘিরে ধরেছে
জনতা দিচ্ছে ধিক্কার।
ডিগ্রী ধারি কতো মানুষ
দেয় না কাউকে দাম।
মিথ্যে কথার পাহাড় গড়ে
দিচ্ছে নিঃস্ব হবার পাম।
দিন কাল অতি অতিষ্ঠ
জীবনের সংগ্রামে।
জালিয়াতে ভর পুর ভুবন
পড়ছে মানুষ সেই পামে।
কোথায় আজ হারিয়ে গেলো
মেধার সেই বিকাশ,
সুযোগ পেলে আপন জন ও
মাটিতে ফেলে লাশ।
কলি কালের যুগ এসেছে
কেউ কারো এখন নয়।
ভালো মানুষ দেখলে মনে
লাকছে খুব ভয়।
গরীব দুঃখী কষ্টে মরে
ধনী করে চাঁদা বাজ।
ধরা খায় হাতে নাতে
বলে কিসের লাজ।
বিশ্বজুড়ে পরিচিতির জন্য আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন
naogaonprotidinbd@gmail.com
NaogaonProtidin