ঢাকা , শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
নোটিশ :
আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। দেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। যোগাযোগ 01714455681

আমতলীতে বাস-মাহেন্দ্র-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩

মাইনুল ইসলাম রাজু আমতলী (বরগুনা) প্রতিনিধি।

বরগুনার আমতলী উপজেলার পটুয়াখালী- আমতলী- কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কের আমড়াগাছিয়া বাজার সংলগ্ন রহমান ফিলিং স্টেশনের সামনে দূরপাল্লার যাত্রীবাহী বাস, মাহিন্দ্র ও মোটর সাইকেলের ত্রিমুখী সংঘর্ষে শিশুসহ তিন নিহত হয়েছেন।

ওই ঘটনায় আরো ৬ জন আহত হওয়ার সংবাদ পাওয়া গেছে। আহতদের মধ্যে একজনকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলেও তার মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুর সোয়া দুইটার দিকে ওই দূর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা ইউনিক পরিবহন (ঢাকা মেট্রো ব ১৪-৮৭৮১) বেপরোয়া গতিতে কুয়াকাটা যাচ্ছিল। পথিমধ্যে পটুয়াখালী- আমতলী- কুয়াকাটা সড়কের আমড়াগাছিয়া বাজার সংলগ্ন রহমান ফিলিং স্টেশনের সামনে আমতলী থেকে ছেড়ে আসা একটি যাত্রী বোঝাই মাহেন্দ্রাকে সজোরে ধাক্কা দেয়। এসময় মাহেন্দ্রটি ছিটকে সড়কের পাশে খাদে পড়ে যায়। ওই সময় মাহেন্দ্রার পিছনে থাকা একটি মোটর সাইকেলকে ইউনিক পরিবহন ধাক্কা দিলে মোটর সাইকেল চালক শহিদুল ইসলাম (৬০) ঘটনাস্থলেই নিহত হন।

স্থানীয়রা ছুটে এসে আহতদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মাহেন্দ্রায় থাকা আরো একজন যাত্রী আবিদ (৭) নামের এক শিশু মারা যান।
মোটর সাইকেল আরোহি উপজেলার বাইনবুনিয়া গ্রামের আতাহার (৬০) বরিশাল শেবাচিম হাসপাতালে নেওয়ার পর সেখানে মারা যান।
নিহত আবিদ চাওড়া ইউনিয়নের লোদা গ্রামের হিমু আকনের ছেলে। মোটর সাইকেল চালক শহিদুল গুলিশাখালী ইউনিয়নের আঙ্গুলকাটা গ্রামের বশির মিয়ার ছেলে ও আরোহী আতাহার উপজেলার বাইনবুনিয়া গ্রামের মৃত আফতার আলীর ছেলে।
আহত ব্যক্তিদের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি।

আমতলী থানার অফিসার ইনচার্জ মোঃ আরিফুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনা সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ওই ঘটনায় তিন জন নিহত হয়েছে। স্থানীয় লোকজন ঘাতক বাসটিকে আটক করলে আমরা আমতলী থানায় বাসটি নিয়ে এসেছি। তবে চালক ও হেলপারকে আটক করা সম্ভব হয়নি। জনগণের ভীরের মধ্যে তারা পালিয়ে গেছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমতলীতে বাস-মাহেন্দ্র-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩

আপডেট সময় ১২:৫৯:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫

মাইনুল ইসলাম রাজু আমতলী (বরগুনা) প্রতিনিধি।

বরগুনার আমতলী উপজেলার পটুয়াখালী- আমতলী- কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কের আমড়াগাছিয়া বাজার সংলগ্ন রহমান ফিলিং স্টেশনের সামনে দূরপাল্লার যাত্রীবাহী বাস, মাহিন্দ্র ও মোটর সাইকেলের ত্রিমুখী সংঘর্ষে শিশুসহ তিন নিহত হয়েছেন।

ওই ঘটনায় আরো ৬ জন আহত হওয়ার সংবাদ পাওয়া গেছে। আহতদের মধ্যে একজনকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলেও তার মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুর সোয়া দুইটার দিকে ওই দূর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা ইউনিক পরিবহন (ঢাকা মেট্রো ব ১৪-৮৭৮১) বেপরোয়া গতিতে কুয়াকাটা যাচ্ছিল। পথিমধ্যে পটুয়াখালী- আমতলী- কুয়াকাটা সড়কের আমড়াগাছিয়া বাজার সংলগ্ন রহমান ফিলিং স্টেশনের সামনে আমতলী থেকে ছেড়ে আসা একটি যাত্রী বোঝাই মাহেন্দ্রাকে সজোরে ধাক্কা দেয়। এসময় মাহেন্দ্রটি ছিটকে সড়কের পাশে খাদে পড়ে যায়। ওই সময় মাহেন্দ্রার পিছনে থাকা একটি মোটর সাইকেলকে ইউনিক পরিবহন ধাক্কা দিলে মোটর সাইকেল চালক শহিদুল ইসলাম (৬০) ঘটনাস্থলেই নিহত হন।

স্থানীয়রা ছুটে এসে আহতদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মাহেন্দ্রায় থাকা আরো একজন যাত্রী আবিদ (৭) নামের এক শিশু মারা যান।
মোটর সাইকেল আরোহি উপজেলার বাইনবুনিয়া গ্রামের আতাহার (৬০) বরিশাল শেবাচিম হাসপাতালে নেওয়ার পর সেখানে মারা যান।
নিহত আবিদ চাওড়া ইউনিয়নের লোদা গ্রামের হিমু আকনের ছেলে। মোটর সাইকেল চালক শহিদুল গুলিশাখালী ইউনিয়নের আঙ্গুলকাটা গ্রামের বশির মিয়ার ছেলে ও আরোহী আতাহার উপজেলার বাইনবুনিয়া গ্রামের মৃত আফতার আলীর ছেলে।
আহত ব্যক্তিদের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি।

আমতলী থানার অফিসার ইনচার্জ মোঃ আরিফুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনা সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ওই ঘটনায় তিন জন নিহত হয়েছে। স্থানীয় লোকজন ঘাতক বাসটিকে আটক করলে আমরা আমতলী থানায় বাসটি নিয়ে এসেছি। তবে চালক ও হেলপারকে আটক করা সম্ভব হয়নি। জনগণের ভীরের মধ্যে তারা পালিয়ে গেছে।