নওগাঁ প্রতিনিধি
চকউলি বহুমুখী হাইস্কুল এন্ড কলেজের এডহক কমিটির পরিচিতি সভা আজ (১০ ফেব্রুয়ারি, রবিবার) অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার ইকরামুল বারী টিপু।
সভায় সভাপতিত্ব করেন এডহক কমিটির সভাপতি মোঃ আব্দুল মান্নান। এছাড়াও অভিভাবক সদস্য মো: দেলোয়ার হোসেন বাবুল, ডাক্তার আফসার আলি, মোহা: হোসেন আলি মাষ্টার, সাবেক চেয়ারম্যান আজিমউদ্দিন, সেলিম রেজা, ইয়াছিন আলি সহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ডাক্তার ইকরামুল বারী টিপু বলেন, "শিক্ষা একটি জাতির উন্নয়নের মূল চালিকা শক্তি। শিক্ষার মান উন্নয়ন এবং শিক্ষার্থীদের সুসংগঠিত ও নৈতিকতা সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক ও অভিভাবকদের একসঙ্গে কাজ করতে হবে।"
তিনি আরও বলেন, "চকউলি বহুমুখী হাইস্কুল এন্ড কলেজের এডহক কমিটির দায়িত্বশীল সদস্যরা প্রতিষ্ঠানটির শিক্ষার পরিবেশ ও উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবেন বলে আমি আশাবাদী। সুশিক্ষা ও নৈতিক মূল্যবোধ গড়ে তোলার ক্ষেত্রে শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা রাখা অত্যন্ত জরুরি ।
অনুষ্ঠান শেষে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম মোনাজাত পরিচালনা করেন এবং তার মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
বিশ্বজুড়ে পরিচিতির জন্য আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন
naogaonprotidinbd@gmail.com
NaogaonProtidin