মো: সবুজ হোসেন রাজা,সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
“সুস্থ দেহ সুস্থ মন, জাগিয়ে তুলবো ক্রীড়াঙ্গণ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শাহজাদপুরে (৫ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হলো ৫৩ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে এ প্রতিযোগিতা তরুণদের মাঝে উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করে।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো. কামরুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার, শাহজাদপুর, সিরাজগঞ্জ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো. আছলাম আলী, অফিসার ইনচার্জ, শাহজাদপুর থানা; জনাব মো. ইকবাল হোসেন হিরু, সভাপতি, শাহজাদপুর উপজেলা বিএনপি; অধ্যাপক মো. মিজানুর রহমান, আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, শাহজাদপুর উপজেলা শাখা; জনাব মো. আরিফুজ্জামান আরিফ, সাধারণ সম্পাদক, শাহজাদপুর উপজেলা বিএনপি; জনাব এস এম শাহাদত হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার। এছাড়া বিভিন্ন প্রিন্টও মিডিয়া কর্মীগণ উপস্থিত ছিলেন।
শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন অতিথিরা।
প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ কামরুজ্জামান তাঁর বক্তব্যে বলেন, তরুণদের শারীরিক ও মানসিক সুস্থতার জন্য খেলাধুলার বিকল্প নেই। নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ করতে হবে।
অনুষ্ঠানের শেষ অংশে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আয়োজক কমিটি ভবিষ্যতেও এ ধরনের প্রতিযোগিতা আয়োজনের আশাবাদ ব্যক্ত করে।
শতাধিক শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকের উপস্থিতিতে ক্রীড়াঙ্গন ছিল উৎসবমুখর।
বিশ্বজুড়ে পরিচিতির জন্য আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন
naogaonprotidinbd@gmail.com
NaogaonProtidin