
সাফিউল ইসলাম রকি
সড়ক ও জনপথ (সওজ) বিভাগের আকস্মিক উচ্ছেদ অভিযানের প্রতিবাদে রাজশাহী ও রংপুর বিভাগের পেট্রোল পাম্প মালিকরা বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে অনির্দিষ্টকালের জন্য তেল উত্তোলন, বিপণন ও পরিবহন ধর্মঘট শুরু করেছেন। বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটর্স, এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন এই ধর্মঘটের আহ্বান জানিয়েছে।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) নওগাঁ জেলার সওজ বিভাগ কোনো প্রকার পূর্বঘোষণা, নোটিশ বা আনুষ্ঠানিক চিঠি প্রদান না করে আকস্মিক উচ্ছেদ অভিযান পরিচালনা করে। এই অযৌক্তিক ও অন্যায় অভিযানের ফলে পেট্রোল পাম্প মালিকগণ চরম হতাশ ও ক্ষুব্ধ হন। তারা এই অভিযানের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
ধর্মঘটের কারণে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ রয়েছে, যা সাধারণ জনগণের জন্য ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। মঙ্গলবার রাত থেকেই বিভিন্ন পেট্রোল পাম্পে তেল সংগ্রহের জন্য ভিড় দেখা গেছে। কিছু পাম্পে তেল ফুরিয়ে যাওয়ায় গ্রাহকদের ফিরে যেতে হয়েছে।
পেট্রোল পাম্প মালিকরা জানিয়েছেন, তারা দীর্ঘদিন ধরে সরকার নির্ধারিত সব নিয়ম-কানুন মেনে ও বৈধ লাইসেন্স অনুসরণ করে ব্যবসা পরিচালনা করে আসছেন। নিয়মিত রাজস্ব প্রদান করে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তাদের অভিযোগ, অতীতে কখনো এমন উচ্ছেদ অভিযান পরিচালিত হয়নি, যা তাদের মধ্যে উদ্বেগ ও অসন্তোষ সৃষ্টি করেছে।
এই পরিস্থিতিতে, রাজশাহী ও রংপুর বিভাগের পেট্রোল পাম্প মালিকরা ঐক্যবদ্ধভাবে ধর্মঘট পালন করছেন এবং সকলকে সম্মিলিতভাবে আন্দোলনে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।
ধর্মঘটের ফলে উত্তরবঙ্গের জ্বালানি তেল সরবরাহে বিঘ্ন ঘটছে, যা সাধারণ জনগণের জন্য ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।