
কারিমা খাঁন দুলারী,খুলনা জেলা ফুলতলা।
বন্ধু বান্ধবী সবে মিলে
মোরা যেতাম ইস্কুলে,
সেই সব স্মৃতি মন থেকে
কি করে যাই ভুলে।
সব সময় মেজাজ গরম
করতো গোলাম স্যার,
ছেলেরা দুষ্টুমি করলে
টেবিলের নিচে দিতো ঘাড়।
ইসমাইল স্যার খুব শান্ত
ভদ্র তাহার ব্যবহার,
কথা গুলো অতি মিষ্টি
কেড়ে নিতো অন্তর।
পুতুল ম্যাডাম হাশি খুশি
করতো খুব আদর,
মনে হতো এই তো মা
হৃদয়ে স্নেহের চাদর।
ভগা স্যার হিন্দু ছিলো
যেনো জন্ম দাতা পিতা,
মনে হতো ইস্কুলের ভিতর
তিনি সবার মাথা।
ম্যাডাম কে দেখে দৌড়ে
গিয়ে দিতাম ছালাম,
হেঁসে দিয়ে আদর করলে
ক্লাসে চলে যেতাম।