
কারিমা খাঁন দুলারী
খুলনা জেলা ফুলতলা
বন্ধু মোর ছুটে আসে
আমার গানের সুরে,
ঐ পাখিরা মেলেছে ডানা
ডাকছে আমায় ঘিরে।
আমি মন হরণ করে
নিয়েছি হৃদয় কেড়ে,
তাঁর ঐ উদাস মনটা যে
থাকতে চায় না নীড়ে।
নিঠুর কন্ঠে ডাকি অবিরাম
সুরের মূর্ছনায়,
বন্ধু মোর দিশাহারা পাখি
ক্ষত বিক্ষত অন্তর হয়।
আমি অধির হয়ে ভাবি
তাঁর যতো সব স্মৃতি,
হৃদয় মন উজার করে
সে করেছে এই প্রিতি
আমি সেই সৈকতে পড়ে থাকা
এক সাগরের হিমালয় মাঝি,
তাঁর ভালোবাসার পরশ দিয়ে
আমি আলেয়া সাজি।
প্রেম ভালোবাসা এই ভুবনে
নেই এখন আর খাঁটি,
বিরহের যন্ত্রণার আঘাতে
মাটিতে খায় লুটোপুটি।