ঐ রাত জাগা পাখি
মেলেনি দুআখি ,
ছিলো তাঁরা ঘুমে
চেয়ে চেয়ে আমি দেখি ।
ডাকছো কেন সুরে
আমি ছিলাম তো দুরে ,
আবেগ অনুভূতি নেই
এই লোকেদের ভীড়ে ।
আমি অধিরে ভাবি
ওহে সুমন কবি ,
স্মৃতি গুলো কাঁদবে
বেদনার বালুচরে সবি ।
কেনো তুমি ডাকো
একা একা থাকো,
হৃদয়ের স্পন্দনে
আমাকে স্মরণ রেখো।
আমাকে খুজো না জীবনে
আছি তো সুরের ভুবনে,
অমর করে রেখো
তোমাদের মনে।
কারিমা খাঁন দুলারী।
বিশ্বজুড়ে পরিচিতির জন্য আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন
naogaonprotidinbd@gmail.com
NaogaonProtidin