
এই জীবনে ভালোবেসে, যদি বাজে বিরহের সুর।
ঐ পাহাড়ী ঝর্ণা অশ্রু হয়ে, কষ্ট করে দুর।
আমি অধির হয়ে গুণে যাই, আকাশের ধ্রুব তারা।
ঐ পাখিদের মতো উড়ে উড়ে,হতাম দিশাহারা।
আমি বোবা কান্নায় ভেঙ্গে,নিরবে ডাকি অভিসারে।
করুন সুরে বাজে পিয়ানো, মনের অগোচরে।
আমি জেগে রাত কাটাই, তাঁর গানের সুরে সুরে।
হীরার চেয়ে দামী বন্ধু, মোর মন মন্দিরে।
তার ঐ হাঁসি ভরা মুখচ্ছবি,মোর কাড়ে দুটি আঁখি।
মনে হয় সেই আমার,মন পিঞ্জরের পাখি।
সয়নে স্বপনে জাগোরনে, হৃদয় তাঁকে চায়।
হৃদয় আঙিনায় বেঁধেছি কুটির,তার ভালোবাসায়।
সেই প্রথম দেখে হৃদয় মন,করতো আনচান।
মোর লেখা কবিতা নিয়ে,গেয়েছে সে গান।
কল্পনা মোরে চেপে ধরে,আসে না নয়নে ঘুম।
অস্থির হয় হৃদয় মন, গভীর রাতে নির্ঘুম।
ঐ চাতক পাখির মতো কাঁটে,মোর সারাটি রাত।
তাঁর কবিতা গান শুনে, বিছানায় চেয়ে হই কাত।
তাঁর জন্য ভেবে মোর, হৃদয় মন হয় মলিন।
প্রেমো ডোরে বেঁধে সখা,এ হৃদয় করেছে বিলীন।
ঐ নদী যেমন সাগরে মিশে, হয় একাকার।
তেমনি করে মোর মন ছুটে, মরীচিকা হয় অন্তর।
এ মনের মনিকোঠায়,রেখেছি বেঁধে, মায়াজালে।
অসীম অনন্ত পাহাড় সমান, ভালোবাসি বলে।