ঢাকা , শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
নোটিশ :
আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। দেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। যোগাযোগ 01714455681
‘কোনো স্বৈরাচারের দোসর নওগাঁ বিশ্ববিদ্যালয়ে আসতে পারবে না’

‘কোনো স্বৈরাচারের দোসর নওগাঁ বিশ্ববিদ্যালয়ে আসতে পারবে না’

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হাছানাত আলী বলেছেন, আজকে যখন দেখি হাজার হাজার কোটি টাকা লোপাট হয়ে যায়, ৪৩ জন এমপি একটি পরিবারের। যখন তাদের সমস্ত পা থেকে মাথা পর্যন্ত চোর বলে আখ্যায়িত হয়। ঠিক সেই সময় গত ৫৭ বছরের জীবনে তন্ন তন্ন করে খুঁজেছি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শুধু স্যালারি অ্যাকাউন্ট ছাড়া একটিও ব্যাংক অ্যাকাউন্ট আমি খুঁজে পাইনি।

তিনি বলেন, আজকে পত্রিকায় দেখছিলাম, শেখ পরিবারের সবাই চোর, এটি আমার কথা নয়, পত্রিকার হেডলাইন বললাম। আমি রাজনীতি করছি না, পত্রিকার কথা বলছি। আপনারা যারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনীতি করেন আজকে আপনাদের কয়টি ব্যাংক অ্যাকাউন্ট একবার চিন্তা করে দেখেছেন? যে নেতার গাবতলীর একটি বাড়ি ছাড়া অন্য কোনো সম্পত্তি ছিল না, আজকে আপনার সম্পত্তি কত গুণ চিন্তা করে দেখেছেন।

রোববার (১৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টায় নওগাঁ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে নওগাঁ জেলা বিএনপি কর্তৃক আয়োজিত ‘জনতার জিয়া’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন।

হাছানাত আলী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, তার জন্মদিনে ঘোষণা দিচ্ছি কোনো বিল-ঝিল-খাল-নদী-নলায় নওগাঁ বিশ্ববিদ্যালয় হবে না। নওগাঁ বিশ্ববিদ্যালয় হবে এই নওগাঁ শহরে। গত ১৩ ও ১৪ তারিখে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের জায়গা নির্ধারণ করেছি, বিশ্ববিদ্যালয় এই শহরের উপকণ্ঠে হবে।

তিনি আরও বলেন, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে যোগদান করার আগে আপনাদের নেতার সঙ্গে আমার কথা হয়েছে। আপনাদের নেতা বলেছেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মেধাবীদের বাংলাদেশ গড়তে চেয়েছিলেন।” সুতরাং নওগাঁ বিশ্ববিদ্যালয় হবে মেধাবীদের বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ে তারাই শিক্ষক হিসেবে জয়েন করবে যারা স্ব স্ব ক্ষেত্রে সবচেয়ে বেশি মেধাবী। তাদের রং সাদা না কালো সেটা বিচার করা হবে না। তবে কোনো স্বৈরাচারের দোসর এই বিশ্ববিদ্যালয়ে আসতে পারবে না। তার নিশ্চয়তা আমি আপনাদেরকে দিচ্ছি। মেধাবীদের বাংলাদেশ গড়ার জন্য ১৫৮১ জন তাজা রক্ত ঢেলে দিয়েছে। আমি কথা দিচ্ছি নওগাঁ বিশ্ববিদ্যালয় হবে মেধাবীদের বিশ্ববিদ্যালয়।

নওগাঁ জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক নান্নুর সভাপতিত্বে আরও বক্তব্য দেন নওগাঁ জেলা বিএনপির সাবেক সভাপতি নাজমুল হক সনি, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মামুনুর রহমান রিপন, যুগ্ম আহ্বায়ক আমিনুল হক বেলাল, যুগ্ম আহ্বায়ক এস.এম রেজাউল ইসলাম, যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম টুকু, নওগাঁ জেলা মহিলাদলের সভাপতি শামিমা পারভীন পলিসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘কোনো স্বৈরাচারের দোসর নওগাঁ বিশ্ববিদ্যালয়ে আসতে পারবে না’

‘কোনো স্বৈরাচারের দোসর নওগাঁ বিশ্ববিদ্যালয়ে আসতে পারবে না’

আপডেট সময় ০২:৩৬:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হাছানাত আলী বলেছেন, আজকে যখন দেখি হাজার হাজার কোটি টাকা লোপাট হয়ে যায়, ৪৩ জন এমপি একটি পরিবারের। যখন তাদের সমস্ত পা থেকে মাথা পর্যন্ত চোর বলে আখ্যায়িত হয়। ঠিক সেই সময় গত ৫৭ বছরের জীবনে তন্ন তন্ন করে খুঁজেছি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শুধু স্যালারি অ্যাকাউন্ট ছাড়া একটিও ব্যাংক অ্যাকাউন্ট আমি খুঁজে পাইনি।

তিনি বলেন, আজকে পত্রিকায় দেখছিলাম, শেখ পরিবারের সবাই চোর, এটি আমার কথা নয়, পত্রিকার হেডলাইন বললাম। আমি রাজনীতি করছি না, পত্রিকার কথা বলছি। আপনারা যারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনীতি করেন আজকে আপনাদের কয়টি ব্যাংক অ্যাকাউন্ট একবার চিন্তা করে দেখেছেন? যে নেতার গাবতলীর একটি বাড়ি ছাড়া অন্য কোনো সম্পত্তি ছিল না, আজকে আপনার সম্পত্তি কত গুণ চিন্তা করে দেখেছেন।

রোববার (১৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টায় নওগাঁ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে নওগাঁ জেলা বিএনপি কর্তৃক আয়োজিত ‘জনতার জিয়া’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন।

হাছানাত আলী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, তার জন্মদিনে ঘোষণা দিচ্ছি কোনো বিল-ঝিল-খাল-নদী-নলায় নওগাঁ বিশ্ববিদ্যালয় হবে না। নওগাঁ বিশ্ববিদ্যালয় হবে এই নওগাঁ শহরে। গত ১৩ ও ১৪ তারিখে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের জায়গা নির্ধারণ করেছি, বিশ্ববিদ্যালয় এই শহরের উপকণ্ঠে হবে।

তিনি আরও বলেন, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে যোগদান করার আগে আপনাদের নেতার সঙ্গে আমার কথা হয়েছে। আপনাদের নেতা বলেছেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মেধাবীদের বাংলাদেশ গড়তে চেয়েছিলেন।” সুতরাং নওগাঁ বিশ্ববিদ্যালয় হবে মেধাবীদের বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ে তারাই শিক্ষক হিসেবে জয়েন করবে যারা স্ব স্ব ক্ষেত্রে সবচেয়ে বেশি মেধাবী। তাদের রং সাদা না কালো সেটা বিচার করা হবে না। তবে কোনো স্বৈরাচারের দোসর এই বিশ্ববিদ্যালয়ে আসতে পারবে না। তার নিশ্চয়তা আমি আপনাদেরকে দিচ্ছি। মেধাবীদের বাংলাদেশ গড়ার জন্য ১৫৮১ জন তাজা রক্ত ঢেলে দিয়েছে। আমি কথা দিচ্ছি নওগাঁ বিশ্ববিদ্যালয় হবে মেধাবীদের বিশ্ববিদ্যালয়।

নওগাঁ জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক নান্নুর সভাপতিত্বে আরও বক্তব্য দেন নওগাঁ জেলা বিএনপির সাবেক সভাপতি নাজমুল হক সনি, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মামুনুর রহমান রিপন, যুগ্ম আহ্বায়ক আমিনুল হক বেলাল, যুগ্ম আহ্বায়ক এস.এম রেজাউল ইসলাম, যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম টুকু, নওগাঁ জেলা মহিলাদলের সভাপতি শামিমা পারভীন পলিসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।